24 C
Kolkata

Akshay Kumar : মানচিত্রে পা দেওয়ার জন্য ফের কটাক্ষের মুখে অক্ষয়

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি একটি বিজ্ঞাপনের ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিজ্ঞাপনে ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ডিজিটালাইজড এর উপর দিয়ে হাঁটছেন অভিনেতা। নেটিজেনরা সময় সুযোগ করে, ভিডিওটি ভালো করে দেখে বুঝতে পারেন যে ভারতের ম্যাপ এর উপরেও পা রেখেছেন অভিনেতা।

তারপরেই শুরু হয়ে যায় কটাক্ষের ঝড়। অনেকেই অভিনেতাকে বলেছেন যে তিনি যেন কষ্ট করে হলেও সম্মান দেখাতে ভুলেন না।অপর একজন ব্যবহারকারী বলেছেন, “কী লজ্জাজনক এবং অহংকারী ব্যক্তি… ভারতের মানচিত্রে হাঁটছেন…” অন্য একজন একজন বলল, “এটা করে আপনি কী অর্জন করতে চান? ভারতকে সম্মান করুন।”

একজন ব্যবহারকারী বলেছেন, “গম্ভীরভাবে। ম্যাপে চলার জন্য এই ধারণাটি কে নিয়ে এসেছে? লোকেরা যতই এই সমস্যাগুলি থেকে নিজেদেরকে দূরে রাখতে চায় না কেন, আপনি সিনেমার লোকেরা এইসব জঘন্য ভুল করে চলেছেন, যার জন্য আপনিই দায়ী। গ্রহণ করছে।” অন্য একজন বলেছেন, “কোনও খান যদি তাদের জুতা দিয়ে ভারতের মানচিত্র ঘষতেন, তাহলে এতক্ষণে তাদের বয়কট করা যেত।” প্রসঙ্গত আর কদিন পরে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত সেলফি ছবিটি।

আরও পড়ুন:  Mithun Chakraborty: কাবুলিওয়ালার ভূমিকায় মিঠুন !

Featured article

%d bloggers like this: