24 C
Kolkata

Akshay-Tiger: এবার অক্ষয় টাইগার একসাথে

নিজস্ব প্রতিবেদন: বলিউডে দীর্ঘদিন ধরে একভাবে রাজ করে চলেছেন বলিউড খিলাড়ি অর্থাৎ অক্ষয় কুমার। খুব বেশি দিন না হলেও বলিউডে রীতিমতো নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন জ্যাকি স্রফের ছেলে কলকাতা হাসপাতালে টাইগার স্রফ। ফিটনেস এবং তার ডান্স মুভস এর জন্য ৮ থেকে ৮০ সকলেই তাকে বেশ পছন্দ করেন। তবে এবার এই দুই ধামাকা একসঙ্গে পর্দা কাঁপাতে আসতে চলেছে। বেশ কিছুদিন ধরে বি টাউনে গুঞ্জন যে বাড়ে মিয়া ছোট মিয়া সিনেমা এর একবার আসতে চলেছে।

এবার ধারণা করা যাচ্ছে যে হয়তো এই দুই চরিত্রে দেখা দিতে চলেছে অক্ষয় কুমার এবং টাইগারকে। তবে সেই নিয়ে স্পষ্টত এখনো কিছুই জানা যায়নি। সম্প্রতি তাদের একটি দ্বিতীয় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মে খিলাড়ি তু আনাড়ি গানে দুজনে নাচছেন জমিয়ে। আর সেখান থেকেই ধারণা করা হয়েছে যে তারা দুজন হয়তো একসঙ্গে বড় পর্দায় আছে চলেছেন বাড়ে মিয়া ও ছোট মিয়া হিসাবে।এর আগেও বহু নতুন অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয়।

আরও পড়ুন:  Payel Sarkar: বয়ফ্রেন্ড খুঁজছে পায়েল সরকার, আপনি হতে চান অভিনেত্রীর কাছের মানুষ?

তবে এই দুজন ফিটনেসফ্রিক কে একসঙ্গে দেখার জন্য সকলেই অপেক্ষা করে রয়েছেন। দুজনকেই বলিউডের সবথেকে ফিটনেস হিরো বলা হয়ে থাকে। তাই তারা দুজন একসঙ্গে পর্দায় এলে যে নতুন ধরনের কিছু উপভোগ করতে পারবেন দর্শকেরা তা বলাই বাহুল্য। একটি গানের কিছু অংশেই তারা দর্শকের মন এতটাই কেড়ে নিয়েছেন যে, তারা সত্যিই একসঙ্গে আসছেন কিনা তা জানতে রীতিমতো অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Featured article

%d bloggers like this: