নিজস্ব প্রতিবেদন : বলিউড বাদশা, যেন রাজার মতনই কাম ব্যাক করেছেন। চার বছর পর তাকে সিলভার স্ক্রিনে দেখার জন্য অগুনতি মানুষ রীতিমতন অপেক্ষা করেছিল। তাই পাঠান মুক্তি পাওয়ার পরে একে একে সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। আত্মার সাথী তৈরি করছে একের পর এক নতুন রেকর্ড।

মাত্র ৫ দিনে ৫০০ কোটি এই সংখ্যাটা রীতি মতন তাক লাগিয়ে দিয়েছে সিনেমা বিশেষজ্ঞদের। অগুনতি মানুষের এই ভালোবাসা কে আরও একবার সম্মান দিতে এবার আমলের প্যাকেটে দেখা গেল পাঠানের গানের একটি দৃশ্য। পাঠানের টাইটেল ট্রাক ঝুমে যো পাঠান। নির্বাচনে দাবি জানাই সেই গানের অংশেরই একটি ছবির সঙ্গে পাশে লেখা- ‘ঝুমে যো মাখন’।

স্বাভাবিকভাবেই আমূলের এই প্যাকটি দেখার পর থেকেই রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়েছে শাহরুখ অনুরাগীরা। ছবিতে দেখা যাচ্ছে হুবহু গানটির সেই দৃশ্যের মতই পোশাক পড়ে রয়েছে দুজন। একজনের হাতে রয়েছে মাখন আর আরেকজনের হাতে পাউরুটি। মাখন পাউরুটি এই অনবদ্য জুটিটাকে অমূলের ওই প্যাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।