নিজস্ব প্রতিবেদন: তিনি হলেন টি – টাউনের মুন। কারণ তিনি যে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। ছোটপর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তার অবাধ বিচরণ। অভিনয়ের পাশাপাশি তার উষ্ণ আবেদনের ফ্যানও অনুরাগীরা। কিন্তু এবার মনের গোপন কথা বলতে চাইছেন অঙ্কিতা?

ইষ্টিকুটুম ধারাবাহিকের হাত ধরে টি-টাউনে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন অঙ্কিতা। ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ‘ব্যোমকেশ ফিরে এল’-র ছবিতে অভিনয় করেছেন অঙ্কিতা।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ অঙ্কিতা। কিভাবে নেট পাড়ায় চর্চায় থাকতে হয় ভালো মতই জানেন অভিনেত্রী। এরই মাঝে সোশ্যাল মিডিয়া কাঁপছে হোয়াইট বিউটি অঙ্কিতাতে। খোলা চুল হালকা মেকআপ পরনে সাদা পোশাক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উষ্ণ ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন।