নিজস্ব প্রতিবেদন: বলিউডের অত্যন্ত জনপ্রিয় জুটি অনুপম খের ও নীনা। দুই অভিনেতার অভিনয়ই নজর কাড়ে দর্শকদের। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে আজও অভিনয়ে ছক্কা হাকাচ্ছেন অনুপম। কিন্তু মহাবিপদ অনুপমের জীবনে। নেই পাসপোর্ট,দেশে ফিরতে পারছেন না অনুপমের ঘরের মানুষ নীনা। একপ্রকার বিদেশে বন্দী অভিনেত্রী। নীনাকে কি ছাড়াতে পারবেন অনুপম?

ভারী সমস্যায় পড়েছেন নীনা।আমেরিকাতে রয়েছেন সে। কিন্তু তার যে ব্যাগে সব ছিল টাকা, পাসপোর্ট সব চুরি হয়ে যায়। যার ফলে এখন নীনার দেশে ফেরা অনিশ্চিত হয়ে যায়। কিন্তু অনুপমও জেদ ধরেছেন নীনাকে তিনি নিজের দেশে ভারতে ফেরাবেই। আসলে শিব শঙ্কর শাস্ত্রী ওরফে শিব শাস্ত্রী ‘বালবোয়া’ পরিবারের সঙ্গে দেখা করতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছোন। আর সেই মার্কিন মুলুকে গিয়েই তাঁর আলাপ হয় নীনা গুপ্তার সঙ্গে। সে তো গত ৮ বছর ধরে আমেরিকাতেই রয়েছেন।

সব হারিয়ে নীনা একা। দেশে ফেরার জন্য সে উদগ্রীব। সে তখন শিব শঙ্কর ওরফে অনুপম খেরের সাহায্য চান। সে জানায় সে নীনাকে দেশে ফেরাবেই। কিন্তু কিভাবে? কিভাবে সে দেশে ফিরবেন জানতে হলে দেখতে হবে নতুন ছবি ‘শিব শাস্ত্রী বালবোয়া’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ট্রেলারে অনুযায়ী ফেরার পথে নীনার ব্যাগ চুরি যায়, তাতে ছিল টাকা ও পাসপোর্ট। নানান ঘটনাক্রমে নীনা ফেঁসে যায়। এমনকি তাকে ‘ওয়ানটেড’ ঘোষণা করা হয়।