নিজস্ব সংবাদদাতা: বর্তমানে তালিবানদের দখলে আফগানিস্থান। তালিবানদের হাত থেকে বাঁচতে প্রাণ হাতে করে ছুটছে হাজারো হাজারো মানুষ। আফগানিস্তানের ঘটনায় ভয়ে সিঁটিয়ে গোটা বিশ্ব। এরই মাঝে তালিবানি হামলায় আতঙ্কে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙলেন অভিনেত্রী তথা বিগ বস প্রতিযোগী আরশি খান।
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় আরশি খান। ছোটপর্দাতেও আরশির জনপ্রিয়তা তুঙ্গে। ইউসুফজাই পরিবারের সন্তান আরশি খান। জন্মসূত্রে আফগানিস্তানের সঙ্গে তাঁর যোগসূত্র থাকলেও নিজেকে একজন ভারতীয় নাগরিকই মনে করেন তিনি। অপরদিকে
আফগান এক ক্রিকেটারের সঙ্গে অভিনেত্রীর বাগদান হয়েছিল গত অক্টোবরে। খুব শীঘ্রই সাত পাকে বাঁধা করার কথা ছিল তাদের। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সেই বিয়ে আপাতত স্থগিত।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী আরশি জানান,বাড়ির তরফ থেকেই তাদের সম্বন্ধ আনা হয়েছিল। ওই ক্রিকেটারের সঙ্গে বিবাহে রাজি হয়ে যান আরশি। কিন্তু তালিবান আফগানিস্তান দখল করার পর সেই সম্পর্ক ভেঙে যেতে পারে। পাত্র তাঁর বাবার বন্ধুর ছেলে। জন্মসূত্রে আরশি আফগানি পাঠান। বাবার বন্ধুর ছেলে হিসেবে ছোট থেকেই একে অপরকে চিনতেন তাঁরা। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল তাঁদের মধ্যে। তবে এবার পরিস্থিতি বদলাতে শুরু করেছে।