নিজস্ব প্রতিবেদন : বরাবরই দর্শক বায়োপিক দেখতে বিশেষভাবে পছন্দ করেন। যতবারই বায়োপিক মুক্তি পেয়েছে ততবারই সাফল্যের মুখ দেখেছে নির্মাতারা। তবে বেশিরভাগ সময়েই ক্রীড়াবীদদের বায়োপিক তৈরী করতে পছন্দ করেন নির্মার্তারা। তবে এবারে সম্পূর্ণ আলাদা ধাঁচের একটি বায়োপিক বানাতে চলেছে বলিউড। এবার সেই তালিকায় নতুন সংযোজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বড় পর্দায় আসতে চলেছে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন।
দুই চলচ্চিত্র নির্মাতা বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মঙ্গলবার ঘোষণা করেছেন, তাঁরা ভারতরত্ন বাজপেয়ীর বায়োপিক নির্মাণের কাজে হাত দিচ্ছেন। প্রযোজক সন্দীপ সিং সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করলেও এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি ছবির কাস্টিং কি হতে চলেছে। বা বাজপেয়ীর নাম চরিত্রে অভিনয় কে করছেন ! আগামী বছর ২৫ ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৯-তম জন্মবর্ষ। রের বছর জন্ম শতবর্ষ পালিত হবে।

শতবর্ষের কথা মাথায় রেখেই এখন বায়োপিক তৈরির উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। মোশন পোস্টার শেয়ার করে সন্দীপ লিখলেন, ‘অটল বিহারী বাজপেয়ী ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা নেতা। তাঁর বক্তব্য শুনেই পরাজিত হত শত্রুরা। যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রগতিশীল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন।’ এবার তারই বায়োপিক আসতে চলেছে বড়পর্দায়। এবার সময় বলবে বাকি সমস্ত বায়োপিকের অটল বিহারীর বাজপেয়ির বায়োপিকও মানুষের মনে বিশেষ জায়গা করে নিতে পারে কিনা!