নিজস্ব প্রতিবেদন: বরাবরই চর্চায় বাংলাদেশী অভিনেতা শাকিব খান। ব্যক্তিগত জীবন থেকে বিবাহ বিচ্ছেদ চর্চার তুঙ্গে একটাই নাম শাকিব। কিন্তু এরই মাঝে অঘটন। গভীর রাতে দুষ্কৃতী হামলা শাকিবের বাড়িতে।

শাকিব খান এবং শবনম বুলবুলির সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। যদিও সব সময় তাদের সম্পর্ক গুজব বলেই দাবি করেছেন অভিনেতা। কিন্তু সেলিব্রেটি বলে কথা তাই গুঞ্জন পিছু ছাড়ে না তার।

সেই গুঞ্জনের মাঝেই এবার শাকিব খানের বাড়িতে দুষ্কৃতী হামলা। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে চার থেকে পাঁচ জন দুর্বৃত্ত শাকিব খানের বাড়িতে প্রবেশ করে। সেখান থেকে তারা অকেজো পুরনো মোটর চুরি করে। নিরাপত্তা রক্ষী টের পেতেই চিৎকার শুরু করে তারা। তদন্ত শুরু করেছে পুলিশ।
