25 C
Kolkata

Bangladeshi Actress Sharmeen Akhee:  শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেল নায়িকার! কিন্তু কিভাবে?

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি। গত ২৮ জানুয়ারি মিরপুরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। শুটিংয়ের মাঝে অগ্নিদগ্ধ হয়ে, শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায় নায়িকার। দেখতে দেখতে ন’দিন পার হয়ে গিয়েছে। এরপরেও সংকট মুক্ত নয় নায়িকার জন্য। অভিনেত্রীর স্বামী নাট্য পরিচালক রাহাত কবির।

তার কথা থেকে জানা গিয়েছে যে তিনি নিজেই ছিলেন শুটিং স্পটে, উপরে মেকআপ রুমে ছিলেন অভিনেত্রী। হঠাৎই খুব জোরে একটি বিস্ফোরকের আওয়াজ হয়, ছুটে ওপরে গিয়ে দেখে চোখ মুখ শরীর আগুনে ঝলসে যাচ্ছে নায়িকার। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয়,শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

আরও পড়ুন:  Priya Prakash Varrier Age, Height, Husband, Biography:সোশ্যাল মিডিয়া কুইন প্রিয়া প্রকাশের হাইট কত জানেন?

সেখানে জোর কদমে চলছে লাইকার চিকিৎসা। তবে এখনো সম্পূর্ণভাবে সংকট কাটেনি।হাসপাতালের এক আধিকারিক ঘটনার তিন দিন বাদে জানিয়েছিলেন, অভিনেত্রীর অবস্থার পরিবর্তন হয়নি। এখন জানা যাচ্ছে, ঘটনার ৯ দিন বাদেও একই রকম রয়েছেন আঁখি। তাঁর শ্বাসনালি পুড়ে গিয়েছে, তাই বারবার শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর আসছে ঘনঘন। ঘুমের ওষুধ খাইয়ে রাখা হচ্ছে তাঁকে। যদিও এখন আর তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে না।

Featured article

%d bloggers like this: