নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সকালে শোকের ছায়া সঙ্গীত মহলে। বাড়ি ফিরেও শেষ রক্ষা হলো না। সোমবার বাড়ি ফিরতে মঙ্গলবার সকালে চিরঘুমের দেশে পাড়ি রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন।

বর্ষীয়ান সংগীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল থেকে রাজনৈতিক মহল। গত ২১ ডিসেম্বর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্গীত শিল্পী। নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল তার। যদিও সোমবার রাতেই বাড়ি নিয়ে আসা হয় শিল্পীকে কিন্তু মঙ্গলবার ভোর চারটে নাগাদই শেষ নিশ্বাস ত্যাগ করেন সে। সুমিত্রা সেনের প্রয়ানে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুমিত্রা সেনের দুই মেয়ে ইন্দ্রাণী ও শ্রাবণীর প্রতি সমবেদনা জানিয়ে লেখেন,’ আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।
