28 C
Kolkata

Bhuban Badyakar: মুম্বই পাড়ি বাদাম কাকুর


নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ার হাত ধরে বর্তমানে রাতারাতি যে কেউ হয়ে যেতে পারে সেলিব্রিটি। ঠিক যেমনটা হয়েছেন বাদাম কাকু। বর্তমানে সকলের ফোন থেকে পাড়ার মোড়, যে কোনও অনুষ্ঠানেই গান বাজে ভুবন বাদ্যকর ওরফে ‘বাদাম কাকু’- র কাঁচা বাদাম। তবে, কপাল খুলে গেল বাদাম কাকুর। বীরভূমের প্রত্যন্ত গ্রামের ছাপোষা মানুষটা এবার গানের হাত ধরে পাড়ি দিল মুম্বাইতে।

বীরভূমের প্রত্যন্ত গ্রামের কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর যে কিনা বর্তমানে পরিচিত আপনাদের বাদাম কাকু নামে। পেটের টানে কাঁচা বাদাম বিক্রি করতেন সে। কিন্তু সেই কাঁচা বাদামই বর্তমানে জ্যাকপট ভুবনের। গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে করতেই ‘‌বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু, ভাজা বাদাম’ এই গান বেঁধেছিলেন যা কিনা বর্তমানে সকলের মুখে মুখে ঘুরছে। বর্তমানে বেশ জনপ্রিয় বাদাম কাকু। তবে সেই বাদাম কাকু এবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুরালজুড়ি গ্রামের বাড়ি থেকে পাড়ি দিলেন মুম্বইয়ের স্টুডিওতে।

মুম্বাই পাড়ি দিতেই ভোল বদলালো বাদাম কাকুর। কাঁচা পাকা চুলের বদলে বর্তমানে চুলে স্পাইক করেছেন বাদাম কাকু। গামছা গেঞ্জির বদলে বাদাম কাকুর গলায় চেন, হাতে প্রতি আঙুলে আংটি, একেবারে অন্য লুকে হাজির ভুবন বাদ্যকর। জানা গিয়েছে, নতুন গানের শুটিং করতেই মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন বাদাম কাকু।

Featured article

%d bloggers like this: