নিজস্ব সংবাদদাতা:গত বছর থেকেই তিনি বলিউডের প্রিয় মাস্টারজি সরোজ খানের মৃত্যু হয়েছিল। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে ঘোষণা হল বায়োপিকের। সরোজ খান এর জীবন কাহিনী অবলম্বনে বায়োপিক তৈরি হচ্ছে। প্রযোজনা সংস্থা টি সিরিজ তার মৃত্যুবার্ষিকীতে অভিনব শ্রদ্ধা জানালো। শনিবার প্রযোজনা সংস্থার তরফ থেকে বায়োপিকের ঘোষণা করা হয়েছে।
ইতিমধ্যে তিন সন্তান রাজু ,সুকন্যা এবং হিনার কাছ থেকে সরোজ এর জীবন কাহিনী রুপোলি পর্দায় ফুটিয়ে তোলার জন্য অনুমতি নিয়েছেন প্রযোজক ভুষণ কুমার। সূত্রের খবর স্বত্বও কেনা হয়ে গেছে । বলিউডের মাস্টারজি এর বায়োপিক সিনেমায় আসা নিয়ে যে দর্শকের একটা আলাদা কৌতুহল আছে সেটা বলাই যায়। এখন এই কিংবদন্তীর চরিত্রে অভিনয় কে করবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। খুব শিগগিরই সিরিজের পক্ষ থেকে এই বায়োপিক নিয়ে বিষয়ে জানানো হবে।