নিজস্ব প্রতিবেদন: বলিউডে এখন মাতৃত্বের আবহাওয়া। পরপর সন্তানের মা হচ্ছেন নায়িকারা। কয়েকদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী সোনাম কাপুর, তার কিছুদিন পরই মা হওয়ার খবর দেন আলিয়া ভট্ট এবং বিপাসা বসু। এবার বিপাশার মেয়ে দেবীর জন্য উপহার পাঠালেন সোনাম আনন্দ এবং বায়ু।
জামা কাপড় খেলনা বেশ অনেক কিছু সুন্দর করে প্যাকিং করে গোলাপি সাদা বেলুন এবং তার সঙ্গে মানানসই ফিতে দিয়ে সাজে উপহার পাঠিয়েছিলেন দেবীর জন্য। সে উপহারের ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। শেয়ার করে নিয়ে লিখেছেন দেবীর এই উপহার গুলো খুব পছন্দ হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে যে চিঠিটি উপহারের সঙ্গে দেওয়া আছে তাতে লেখা রয়েছে -“প্রিয়, করণ আর বিপাশা, অনেক অভিনন্দন কন্যা সন্তানের জন্য। সন্তান ঈশ্বরের আর্শীবাদ, আর আমি নিশ্চিত দেবী তোমাদের জীবনকে আর্শীবাদ ধন্য করে তুলেছে। ইতি- সোনম, আনন্দ এবং বায়ু।