32 C
Kolkata

মারণ রোগের থাবা মহেশ মাঞ্জরেকর শরীরে

নিজস্ব সংবাদদাতা: আঁধার যেনও কিছুতেই কাটছে না বলিউডের। একেই করণা আতঙ্কে নাস্তানাবুদ দেশবাসী। সেই আতঙ্কের মাঝেই এবার অসুস্থ বলিউডের আরও এক পরিচালক-অভিনেতা।অভিনেতা পরিচালক মহেশ মাঞ্জরেকর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসার।

অভিনয় থেকে পরিচালনা সবেতেই মহেশ মাঞ্জরেকর খ্যাতি আকাশ ছোঁয়া। কিন্তু এরই মাঝে বিপত্তি। কয়েক মাস আগেই ক্যান্সার শরীরে থাবা বসায় তাঁর। রোগের কথা জানতে পেরেই অস্ত্রোপচারও হয় মহেশ মাঞ্জরেকর।মুম্বইয়ের চারনি রোডে অবস্থিত এক বেসরকারী হাসপাতালে দিন দশেক আগেই অপারেশন হয়েছে তাঁর। বর্তমানে বাড়িতেই রয়েছেন অভিনেতা পরিচালক। আপাতত সুস্থ থাকলেও চিকিৎসকের পরামর্শে চলতে হচ্ছে তাকে।

১৯৯২ সালের মরাঠি ছবি ‘জীবন সখা’ দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু মহেশ মাঞ্জরেকরের। এরপর প্ল্যান, জিন্দা, মুসাফির, দশ কাহানিয়া সহ একাধিক ছবিতে তার অভিনয় প্রশংসাযোগ্য। শুধু অভিনয় নয় নিদান, বাস্তব, বিরুদ্ধ, আই একাধিক ছবিতে পরিচালনা করেও প্রশংসা কুড়িয়েছেন মহেশ মাঞ্জরেকর।

আরও পড়ুন:  Payel Sarkar: বয়ফ্রেন্ড খুঁজছে পায়েল সরকার, আপনি হতে চান অভিনেত্রীর কাছের মানুষ?

Featured article

%d bloggers like this: