25 C
Kolkata

Calcutta 99: পুজোর আগেই ‘Calcutta 99’ বৃষ্টিভেজা

নিজস্ব প্রতিবেদন: পুজোর বাদ্যি তিলোত্তমায়। মা আসছে ঘরে। কিন্তু এবার পুজোয় কি বৃষ্টি হবে? সবার মনেই ঘুরতে থাকে এই প্রশ্ন। কিন্তু পুজোর আগেই বৃষ্টিভেজা ও জলমগ্ন শহরতলী। কারণ এবার হাজির ‘Calcutta 99’।

এবার বড়পর্দায় আসতে চলেছে পরিচালক জয়ব্রত দাসের নতুন ছবি ‘Calcutta 99’। নব্বই দশকের শেষের দিকে কলকাতা শহরের আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে এই ছবি। প্রকাশ্যে ছবির অফিসিয়াল নাম ও টিজার পোস্টার। মুক্তি পাওয়া সেই পোস্টারে দেখা যাচ্ছে বৃষ্টিভেজা ও জলমগ্ন কলকাতা। আর সেখানে দুজন পুলিশ অফিসার। তাদের মধ্যে একজন নবীন আর আরেকজন প্রবীণ।


প্রমোদ ফিল্মস আর কুইনটেলস এন্টারটেনমেন্ট এর ব্যানারে , প্রতীক চক্রবর্তি, কুইনটেলস এন্টারটেনমেন্ট-র যৌথ প্রযোজনাতে আসছে নতুন ছবি ‘ Calcutta 99 ‘। ফিল্মটির কো প্রোডিউসার শাশ্বত চ্যাটার্জী। এই সিনেমার মিউজিক করছে ঋষি পান্ডা। খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।

আরও পড়ুন:  Gaurav-Ridhima: পাঁচ বছরের বিবাহ বার্ষিকী উদযাপন লন্ডনে

ছবি প্রসঙ্গে পরিচালক জয়ব্রত দাস বলেন,’ বেশ কিছু নামকরা অভিনেতা অভিনেত্রী থাকবেন এই ছবিতে। কিছুদিনের মধ্যে ফিল্ম এর অভিনেতা দের নাম জানা যাবে’।

Featured article

%d bloggers like this: