25 C
Kolkata

Yash-Nusrat : যশকে দেখে এবার পোশাক বদলালেন নুসরত

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে তারকা সাংসদ নুসরত জাহানের জীবন যশময়। টলিপাড়ার হট টপিক অভিনেতা যশ ও অভিনেত্রী নুসরতের প্রেম কাহিনী। ছেলে ঈশান এবং প্রিয় বন্ধু যশকে নিয়ে বেশ ভালোই আছেন নুসরত। কিন্তু কি কান্ড এবার অভিনেতা যশকে নকল করলেন নুসরত? নকল কেন তবে কি অভিনয় ভুললেন অভিনেত্রী?

বর্তমানে নুসরত ও অভিনেতা যশের প্রেমের গাড়ি ছুটছে বেশ দ্রুত গতিতেই। নুসরতের জীবন থেকে সম্পূর্ণ অতীত তার স্বামী নিখিল। কারণ টি – টাউনের দেওয়ালে কান পাতলেই যে শোনা যাচ্ছে নুসরত ও যশের প্রেমের গুঞ্জন। এরই মাঝে সবে মাত্র কয়েকমাস হয়েছে মা হয়েছেন তারকা সাংসদ নুসরাত জাহান। যশের উপস্থিতিতে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। যশের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখেন ঈশান। মাঝেমধ্যেই যশ নুসরতকে দেখাও যায় একসঙ্গে সময় কাটাতে। একসঙ্গে সময় কাটানো তো ঠিক আছে। কিন্তু তা বলে যশ কে নকল কেনও করলেন নুসরত?

কি ভাবছেন যশকে কিভাবে নকল করলেন অভিনেত্রী? আসলে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন যশ নুসরত। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যশ ও নুসরতদুজনেই প্রথমে সানগ্লাস হাতে নিয়ে হেঁটে আসছেন। তারপর সানগ্লাস পরতেই বদলে যাচ্ছে তাঁদের পোশাক ও চুল। এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকের মত যশকে নকল করেছেন নুসরত। দেখে নিন সেই ভিডিও।

আরও পড়ুন:  Refrigerator Buying Guide: গরম পড়তেই ফ্রিজ কিনছেন ? ঠকে যাবেন

Featured article

%d bloggers like this: