নিজস্ব প্রতিবেদন: বলিউডের হট বোম্ব নোরা। তার উষ্ণ আদায় মাতোয়ারা সকলে। কিন্তু এবার সেই নোরার নাকি টাকার অভাব। বাড়ি বানানোর জন্য নাকি টাকা ধার করতে হচ্ছে অভিনেত্রীকে।

নোরার বড় বাড়ি থেকে গাড়ি সবই আছে। অভিনয়ের কদরে বলিউডে জায়গাও করে নিয়েছেন সে। কিন্তু তার বাড়ি করতে হাত পাততে হয়েছিল ঠগ সুকেশের কাছে। এবার এমনটাই দাবি সুকেশের।

প্রায় রোজই সুকেশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন জ্যাকলিন না হয় নোরা। তবে এবার আর সেলবেরা নয় এবার মুখ খুললেন সুকেশ নিজে। সম্প্রতি পুলিশের কাছে সুকেশ জানান, নোরা নাকি তাঁর থেকে মোটা টাকা নিয়ে মরোক্কোতে বাড়ি কিনেছে। নোরা নাকি প্রথম থেকেই জ্যাকলিনকে হিংসা করতেন। অপরদিকে আবার পুলিশকে নোরা জানায়,’ সুকেশ বিলাসবহুল লাইফস্টাইল দেবে বলে কথা দিয়েছিল। তবে শর্ত রেখেছিল, নোরা যেন তাঁর গার্লফ্রেন্ড হয়’!
