22 C
Kolkata

Stuntman Death: সেট থেকে পড়ে মৃত্যু স্টান্টম্যানের


নিজস্ব প্রতিবেদন: বিপদে আঁচ আগে থেকে বোঝা যায় না। ঠিক যেমনটা হয়েছে বিজয় সেতুপতি ছবির সেটে। ছবির কাজ করতে গিয়ে সেটের কুড়ি ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু স্টান্টম্যানের। গত কয়েকদিন ধরেই জোরকদমে শুটিং চলছে তারকা অভিনেতা বিজয় সেতুপতির ছবির। সেই সেটেই স্টান্টম্যানের কাজ করছিলেন এস সুরেশ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে স্টান্টম্যানের কাজ করার জন্য সুনাম রয়েছে তার। কিন্তু হঠাৎই বিপত্তি। জানা গিয়েছে শুটিং চলাকালীন হঠাৎই দুর্ঘটনার শিকার হয় এস সুরেশ। স্টান্টম্যানের শুট চলছিল। ২০ ফুট উঁচুতে। নিজেকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখলেও ঘটে যায় অঘটন। দড়ি ছিঁড়ে যেতেই পড়ে যায় সে। ৫৪ বছর বয়সী স্টান্টম্যানের মৃত্যু মামলার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:  Nusrat Jahan: ইসলাম নয় এবার সাধুতে বিশ্বাসী নুসরত

Featured article

%d bloggers like this: