30 C
Kolkata

করণের বাড়িতে করোনার হানা

নিজস্ব সংবাদদাতা :: করণ জোহরের বাড়িতে এবার থাবা বসালো করোনা ভাইরাস। করণের জন্মদিনের দিনই এই খবর জানালেন বলিউডের এই পরিচালক। করণ তাঁর দত্তক নেওয়া ছেলে ও মেয়েকে নিয়ে ঘরেই বন্দি আছেন গোটা লকডাউন। কিন্তু তার মধ্যেই করণের বাড়িতে কর্মরত দুই কর্মচারীর শরীরে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।করণ নিজেই জানিয়েছেন, যে ওই দুই কর্মচারীর শরীরে লক্ষন দেখা মাত্রই, তাঁদের কোয়ারেন্টাইন করা হয়েছিল। টেস্টও করানো হয়। রিপোর্ট পজিটিভ এলে তাঁদের চিকিত্‍সা চালু করা হয়। করণ জানিয়েছেন, তাঁদের বিল্ডিং-এরই একটি অংশে রয়েছেন তাঁর পরিচারকেরা । বিএমসি-কেও তত্‍ক্ষণাত্‍ খবর দেওয়া হয় বলে জানান পরিচালক । সেই সঙ্গে করণ এও জানান যে, বাড়ির বাকি সবার করোনা টেস্ট করা হয়। কিন্তু তা নেগেটিভ আসে। আপতত করণের পুরো বাড়ি ও বিল্ডিং স্যানিটাইজ করা হয়। ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন করণ ও তাঁর গোটা পরিবার।

আরও পড়ুন:  সিনেমার প্রচারে যৌন হেনস্থার শিকার দুই অভিনেত্রী

Featured article

%d bloggers like this: