33 C
Kolkata

Debalina Dey: ফের আত্মহত্যার পথ বেছে নিলেন কেন?

নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরেই টালিউডের সময় বিশেষ ভালো যাচ্ছে না। প্রথমে পল্লবী দে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এবং তারপরেই আরও তিনজন পর পর চির ঘুমের দেশে পাড়ি দেন। এবার সেই তালিকায় নাম লেখালেন দেবলীনা দে। শোনা যাচ্ছে দেবলীনার বাড়ি কালনা-য়।

সেখান থেকে ফিরেই দুই পাতার বেশি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। যদিও তাঁর এই চেষ্টা ব্যার্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানা এলাকায়। মডেলের নাম দেবলীনা দে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। ভর্তি হাসপাতালে। কলকাতার আবাসনের বাড়িতে একাই থাকত। প্রায় ২ পাতার বেশি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।

আরও পড়ুন:  Walt Disney Frozen: মাথা কেটে সংরক্ষণ! জীবিত ওয়াল্ট ডিজনির!

তার আগে ফেসবুকে পোস্ট ও সুইসাইড নোটও লেখেন তিনি। আর এন টেগর হাসপাতালে ভর্তি করা হয়েছে দেবলীনাকে। ওই মডেলের অবস্থা সংকটমুক্ত হলেও চিকিৎসা চলছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছে।

আরও পড়ুন:  Walt Disney Frozen: মাথা কেটে সংরক্ষণ! জীবিত ওয়াল্ট ডিজনির!

Featured article

%d bloggers like this: