22 C
Kolkata

Deerghoi paul: পাহাড় ডাকছে দীর্ঘইকে


নিজস্ব প্রতিবেদন:
ছোটপর্দা হোক কিংবা ওয়েব সিরিজ দীর্ঘই পাল মানেই হাততালির ঝড়। তার লুকিং থেকে অ্যাক্টিং- এ মাতোয়ারা আট থেকে আশি। কিন্তু দীর্ঘয়ের যেনও পায়ের তলায় সর্ষে। ঘুরতে যেতে ভারি পছন্দ করেন সে। শুটিং থেকে ফুরসত পেতেই বেরিয়ে পড়েন ঘুরতে। ফের পাহাড় ডাকছে দীর্ঘইকে।

বেশ কয়েকবছর ধরে টলিউডে রাজ করছেন অভিনেত্রী দীর্ঘই পাল। ছোটপর্দা থেকে অভিনয় শুরু করলেও ইতিমধ্যেই ওয়েবসিরিজেও নাম লিখিয়ে ফেলেছেন অভিনেত্রী। সম্প্রতি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘মোহমায়া’। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ দীর্ঘই। মাঝেমধ্যেই ছবি ভিডিও পোস্ট করে মনের কথা ভাগ করে নেন অভিনেত্রী।

কিছুদিন আগেই গোয়া থেকে ঘুরে এসেছেন দীর্ঘই। তবে, আর ভালো লাগছে না কলকাতায়। এবার যে দীর্ঘইকে ডাকছে পাহাড়। সম্প্রতি দীর্ঘই পাল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। খোলা চুল সাদা জ্যাকেটে কিছু খাচ্ছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে দীর্ঘই লেখে, ‘মাউন্টেন কলিং’।

আরও পড়ুন:  Sedin Kuyasha Chilo: শীত পড়তেই 'সেদিন কুয়াশা ছিল'

Featured article

%d bloggers like this: