নিজস্ব প্রতিবেদন: অভিনয়ের মঞ্চে কে শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী সেই নিয়ে একটা অন্তরদন্ধ চলতেই থাকে। মুখে হাসি থাকলেও কোন তারকার মনে কি চলছে সেটা বোধহয় সেই জানে। কিন্তু এবার টলিউডের পরিচিত অভিনেতা হয়ে গেলেন সাধু। অভিনয় ছেড়ে কি এবার সাধু সন্ন্যাসকেই বেছে নেবেন সে?একমুখ দাড়ি,মুখে ছাই, কপালে লাল সিদুর বড় বড় চুল একেবারে সাধুবেশে তাকিয়ে আপনার দিকে। সে আবার টলিউডের অভিনেতা। অপরিচিত কেউ নয় তিনি হলেন টলিউড অভিনেতা দেব। অভিনয় ছেলে হঠাৎ সাধু সন্ন্যাসের পথ বেছে নিলেন সে। কিন্তু এই মুহূর্তে দেব অভিনীত সব সিনেমাই ব্লক ব্লাস্টার হিট। তাহলে হঠাৎ সাধু কেনও হতে গেলেন সে।আসলে দেব সাধু হয়েছেন ঠিকই কিন্তু সেটাও অভিনয়ের জন্যই।

কারণ আসতে চলেছেপরিচালক অরুণ রায়ের নতুন ছবি ‘বাঘা যতীন’। বাঘা যতীনের চরিত্রে দেব। আর সেই জন্যই সধুবেশে হাজির হয়েছেন দেব। দেশকে স্বাধীন করতে সাধুর বেশ ধরেছিলেন বাঘা যতীন। ছবিতে দেবের নতুন লুকের পোস্টার শেয়ার করে দেব লেখেন,’অজস্র কঠিন লড়াইয়ের পর দু’শো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল স্বপ্নের স্বাধীনতা।

সেই সব লড়াইয়ের ইতিহাসে ভারতবাসী পেয়েছেন অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে অন্যতম স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের কাহিনী আসছে। এই সাধু অপর কেউ নয়, ছদ্মবেশে বাঘা যতীনবেশী দেব’।