24 C
Kolkata

Dev: দেবের গানের গুঁতোয় ঘুম উড়ল প্রতিবেশীর, বিচারের আশায় কোর্টের দ্বারস্থ

নিজস্ব প্রতিবেদন: এযেন সুকুমার রায়ের গানের গুঁতো। সেই সময় গানের গুঁতোয়ে পাড়ায় টেকা দায় হয়ে গিয়েছিল। আর এবার দেবের গানের গুঁতোয় টিকতে পারছে না প্রতিবেশীরা। ঠিকই পড়ছেন, সত্যিই এবার দেবের বিরুদ্ধে এরকমই অভিযোগ তুললেন তার প্রতিবেশী।

দেবের বিরুদ্ধে প্রতিবেশীর অভিযোগ তার নাচ গান বাজনার এতটাই বেশি শব্দ যে টেকা দায় গেছে যাচ্ছে। কলকাতা হাইকোর্টে এমনটাই অভিযোগ ঠুকলেন টলিউড অভিনেতা তথা সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে এক প্রৌঢ় দম্পতি অভিযোগ করেন তারকার ফ্ল্যাট থেকে নাকি গানবাজনার আওয়াজ গমগম করে যখন-তখন।

যেখান দেব, থাকেন অর্থাৎদক্ষিণ কলকাতার একটি আবাসনের দেবের বাস। সেই আবাসনে এক প্রতিবেশী নিকোলাস ওয়ারেন বার্ড অভিযোগ করেছেন আবাসনে  মিউজিক স্টুডিও খুলে বসেছেন দেব। ভীষণ সমস্যা হচ্ছে ওই দম্পতির। সেই অভিযোগের বিচার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় তারা। যদিও হাইকোর্ট এই বিষয়ে মাথা না ঘামিয়ে দেবের প্রতিবেশীকে কলকাতা পুরসভার দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে ।  পুরসভার তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ওই দম্পতিকে।

আরও পড়ুন:  Radhika Apte Age, Height, Husband, Biography: জেনে নিন সুন্দরী অভিনেত্রী রাধিকা আপ্তের আসল বয়স

Featured article

%d bloggers like this: