26 C
Kolkata

গরমের ছুটিতে আসছে দেবের ‘টনিক’

নিজস্ব প্রতিবেদন: গত 2019- এ ” কিডন্যাপ ছবির পর বড়পর্দাতেও আর দেখা যায়নি টলিউডের বিক্ষতাও অভিনেতা দেব কে ( দীপক অধিকারী)
বর্তমানে তাকে দক্ষ যাচ্ছে এক বাংলা রিয়ালিটি- শো ড্যান্স ড্যান্স জুনিয়র – এ। দীর্ঘ এক বছর পর বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায়। গরমের ছুটিতে আসতে চলেছে তার নতুন ছবির ” টনিক ” ছবিটিতে বিখ্যাত অভিনেতা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরান বন্দোপাধ্যায়, এবং সুকান্ত বড়ুয়া।

টনিক ছবির পরিচালক হিসেবে বড়পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার রিয়ালিটি – শো গুলির চেনা নির্দেশক অভিজিৎ সেন। টনিক নিখাদ পরিবারের গল্পো। ভালোবাসা এবং ভালো থাকার গল্পো। অভিনেতা দেব জানিয়েছেন , টনিক ছবির সঙ্গে জড়িয়ে না থাকলে দুঃখই হতো। সম্প্রতি হয়ে গেলো ছবির পোস্টার রিলিজ।

আরও পড়ুন:  Pathaan: খান Is কিং: একই হলে 'ডিডিএলজে'- 'পাঠান '

ছবিটিতে টনিক নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে। সুকান্ত বড়ুয়ার মতে দেবই। মা হওয়ার পর আবার পর্দায় দেখা যাবে কণিকা বন্দোপাধ্যায় কে।

Featured article

%d bloggers like this: