27 C
Kolkata

Aindrila Sharma Death: ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর এবার নাকি অসুস্থ সব্যসাচীও

নিজস্ব প্রতিবেদন: লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মারণ রোগ ক্যান্সারের সঙ্গে আমরণ লড়াই চিরকালীন দাগ কেটে থাকবে সকলের মনে। মাত্র ২৪ বছর বয়সী মেয়েটার বেঁচে থাকার স্পৃহা নজর কেড়েছে সকলের। কিন্তু ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছিল তার প্রিয় বন্ধু তথা অভিনেতা সব্যসাচী।


ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর নাকি অসুস্থ হয়ে পড়েছে সব্যসাচীও এমনটাই তথ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও রটে যাওয়া তথ্য সঠিক নয়। সকলের ভুল ভাঙালেন অভিনেতা সৌরভ দাস।

সব্যসাচীর অসুস্থতার খবরকে তুচ্ছ করে সোশ্যাল মিডিয়ায় সৌরভ লেখেন, ‘সব্যসাচী সুস্থ আছে। সঙ্গে আছি আমি এবং থাকবো। যারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা অসুস্থ, বিব্রত হবেন না। গালাগাল দিয়ে পোস্ট টা নোংরা করছি না যাতে শেয়ার করে মানুষজনকে জানাতে পারেন সব্যর ব্যাপারে’।

আরও পড়ুন:  StarJalsha: পাঁচ মাসে এই বন্ধ মাধবীলতা

Featured article

%d bloggers like this: