28 C
Kolkata

Slaman Khan: নিরাপত্তা হীনতায় ভুগছে বলিউড ভাইজান


নিজস্ব প্রতিবেদনক: বি- টাউনের ব্যাচেলর কিং বলেই সকলে চেনে বলিউড ভাইজান ওরফে সলমন খানকে। কিন্তু সলমনের কপালে এবার চিন্তার ভাঁজ। প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই মানসিক চাপে সাল্লু। এবার বুলেট প্রুফ গাড়ি কিনলেন সলমন। তবে, কী নিরাপত্তা হীনতার কারণেই এই সিদ্ধান্ত অভিনেতার?

গত কয়েকদিন ধরেই চিন্তায় বলিউড। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পরই জানা যায় সলমনকে প্রাণনাশের হুমকি চিঠি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বলিউড সুলতান সাল্লুর বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের ওঠার পর থেকেই সলমনকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই। এই ঘটনার পর থেকেই নিরাপত্তা বাড়ানো হয় সলমনের।

এরই মাঝে শোনা যাচ্ছে, সলমনের মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বরে একটি বুলেটপ্রুফ গাড়ি ঘুরতে দেখা যাচ্ছে। এমনকি এও শোনা যাচ্ছে বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারটি বলিউড ভাইজানের এখন প্রশ্ন উঠছে আত্মরক্ষার স্বার্থেই কী অভিনেতার গ্যারেজে রয়েছে এই গাড়িটি?

আরও পড়ুন:  Suhana Khan: খোলা পিঠে প্রকৃতির মাঝে রেড ওয়াইন সুহানা

Featured article

%d bloggers like this: