25 C
Kolkata

#bollywood: অতীতের প্রেক্ষাপটে ফিরছেসানির ‘গদর’

নিজস্ব প্রতিবেদন: একটা সময় প্রেক্ষাগৃহ জুড়ে রমরমা ছিল সানি দেওয়ালের ‘গদর’। ২০০১ সালের পর ফের ২০২৩। আবারও হাজির পরিচালক অনিল শর্মার হাত ধরে ‘ গদর: এক প্রেম কথা ‘। ২১ বছর পর আবার ফিরছে ‘ গদর’- এ সানি। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিনেমার শুটিং। এখন শুধু অপেক্ষা ছবি মুক্তির।

‘ গদর: এক প্রেম কথা ‘ ছবির হাত ধরে এক আলাদা রূপে পেয়েছিল সানি দেওলকে। একটা সময় ‘ গদর: এক প্রেম কথা ‘ দর্শকদের বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এমনকি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল সানি অমিশা জুটিও। কিছুদিন আগেই জানা গিয়েছে এবার আসতে চলেছে ‘ গদর ২’।

হাজির হয়ে গিয়েছে সেই শুভক্ষণ। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পথে ‘গদর এক প্রেম কথা’। আগামী ১৫ জুন দেশজুড়ে মুক্তি পাবে সানি দেওল ও আমিশা পটেলের ছবি। তবে, ‘গদর’ ছবি সিকুয়ালে ঢাই কিলো কা হাতের মালিকের দেখা মিলবে গরুর গাড়ির চাকা হাতে। তার হাতে আর হ্যান্ড পাম্প নয় এবার শত্রুদের মোকাবিলায় গাড়ির চাকা উপড়ে ফেলবেন সানি দেওল। গদর ২’ তে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন:  Money in home:আলমারিতে কতো ক্যাশ রাখবেন,জেনে নিন

Featured article

%d bloggers like this: