নিজস্ব প্রতিবেদন : টলিউড লাভ কাপল বলতে যাদের নাম সবার প্রথমে আসে সারা হলেন ঋদ্ধিমা এবং গৌরব চক্রবর্তী। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পরে পাঁচ বছর আগে ২৮ নভেম্বর গাটছড়া বাঁধেন অভিনেত্রী ঋদ্ধিমার সঙ্গে। পাঁচ বছর হয়ে গিয়েছে বিয়ে তবে এখনো তাদের দেখে মনে হয় সবেমাত্র প্রেমে পড়েছেন তারা। দুজনের প্রেম রীতিমত দর্শকদের নজর কাড়ে।

মাঝেমধ্যেই যুগলে ঘুরতে চলে যান নানান জায়গায়। কবে ৫ বছরের বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য এবার তারা বেছে নিলেন প্রেমের শহর লন্ডন কে। লন্ডন মানেই একটা প্রেমের আবহাওয়া। আর সেই প্রেমের শহরে নিজেদের ভালবাসাকে আরো একবার ঝালিয়ে নিলেন তারা।

বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াই শেয়ার করেছেন এই তারকা জুটি। কোন ছবিতে দেখা যাচ্ছে কপালে চুমু একে দিচ্ছেন অভিনেতা অভিনেত্রীর। আবার কখনো একে অপরের ঠোঁটে মত্ত। এইভাবে নিজেদের পঞ্চম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন ঋদ্ধিমা এবং গৌরব।