নিজস্ব প্রতিবেদন: বলিউড থেকে টলিউড জুড়ে বর্তমানে চলছে বিয়ের মরশুম। সেই মরশুমে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। আর সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না অভিনেত্রী হনসিকাও। বিয়েতে বসতে চলেছেন অভিনেত্রী। বিয়েতে বসার আগেই হবু স্বামীর সঙ্গে নয়া কাজ অভিনেত্রীর।

হাতের মাত্র একদিন তারপরেই হনসিকা মোতওয়ানি ও তার প্রেমিক সোহেল কাঠুরিয়ার চার হাত এক হবে। আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হানসিকা।

মুম্বইয়ের শহরতলিতে মাতা কি চৌকির আয়োজন করে শুরু হবে বিয়ের বাদ্যি। প্রকাশ্যে এসেছে হানসিকার মেহেন্দির ভিডিও। বিয়ের অনুষ্ঠানের আগেই স্বামীর সঙ্গে প্রাক বিয়েতে মেতেছেন অভিনেত্রী। অভিনেত্রী দুহাতে মেহেন্দি পরনে টুকটুকে লাল পোশাকে বিয়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন সে।