25 C
Kolkata

Hansika Motwani Wedding: কি কান্ড!মুম্বাইতে বিয়ের আসর জয়পুরে বিয়ে সারলেন হনসিকা-সোহেল


নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরেই বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছিল হনসিকা মোতওয়ানি ও তার প্রেমিক সোহেল কাঠুরিয়ার চার হাত এক হওয়ার কথা। অবশেষে হাজির সেই শুভক্ষণ। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হনসিকা ও তার প্রেমিক।

বি – টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হানসিকা। যদিও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার আগেই মাতা কি চৌকির পরিকল্পনা করছে সেলেব জুটি।

তাই শোনা যাচ্ছে, হানসিকার জয়পুরে বিয়ে হলেও মুম্বইতেই বিয়ের সমস্ত আয়োজন করতে চায় অভিনেত্রী। সেই জন্য আগামী সপ্তাহে মুম্বইয়ের শহরতলিতে মাতা কি চৌকির আয়োজন করে শুরু হবে বিয়ের বাদ্যি। আগামী মাসেই যোধপুরে বসছে হনসিকার বিয়ের অনুষ্ঠান। জোর কদমে চলছে সেই প্রস্তুতি।

Featured article

%d bloggers like this: