28 C
Kolkata

Hemanter Aparanhe: শুটিং ফ্লোরে অনুষা, ঋতব্রত, মেঘলার ‘হেমন্তের অপরাহ্ন’


নিজস্ব প্রতিবেদন: বর্তমানে বেশিরভাগ মানুষই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা বেশি পছন্দ করে। কিন্তু একটা সময় ছিল যখন মঞ্চ কিম্বা যাত্রার মাধ্যমে দর্শকরা বিনোদনের যোগান পেতো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে হারিয়ে গিয়েছে সেই মঞ্চ অভিনয়। তবে,এবার সেই মঞ্চের গল্প বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক অশোক বিশ্বনাথন তার নতুন ছবি ‘হেমন্তের অপরাহ্নে’ – র মাধ্যমে।

বহুদিন পর পরিচালনায় অশোক বিশ্বনাথন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘হেমন্তের অপরাহ্নে’ – র শুটিং। এই ছবির হাত ধরেই দর্শকরা পাবে এই প্রজন্মের তিন তরুণ অভিনেতা অভিনেত্রীদের।

আরও পড়ুন:  Shaakuntalam: ৪ নভেম্বর প্রকাশ্যে ‘শকুন্তলম’

‘হেমন্তের অপরাহ্নে’ – র পর্দায় দেখা যাবে ঋতব্রত,মেঘলা দাশগুপ্ত অনুষাকে। এই তিন তরুণ তুর্কিকে ছাড়াও দেখা যাবে বিদিপ্তা চক্রবর্তী, সোহিনী দাশগুপ্ত, সৌম্যশ্রী সহ আরও অনেককে। কলকাতার বিভিন্ন জায়গায় চলছে ছবির শুটিং।

আরও পড়ুন:  Surbhi Jyoti: সবুজ জলের পাশে সাদা বিকিনিতে ঝড় তুললেন সুরভি জ্যোতি

Featured article

%d bloggers like this: