নিজস্ব প্রতিবেদন : দেরাদুনের বাসিন্দা উমেশ যোশী এবং সরলা যোশীর পরিবার। ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার তাঁদের। তবে জীবনে শান্তির খোঁজ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সারাদিন কাজের পর নিজের বাড়ি এসে যেন এক পরম শান্তি পাওয়া যায়। সারা জীবন কষ্ট করে কাটালে ও পরবর্তীকালে জমানো পুঁজি দিয়ে নিজেদের মনের মত একটি শান্তির নীড় খোঁজেন অনেকেই।

মধ্যবিত্ত এক দম্পতি সকলের দাবি দাওয়া মিটিয়ে কীভাবে তৈরি করবেন নিজেদের স্বপ্নের বাড়ি সেই গল্পই তুলে ধরা হয়েছে এই সিরিজটিতে। ‘হোম শান্তি’ অর্থাৎ ‘শান্তির বাড়ি’ বানাতে চলেছেন যোশী পরিবার। তবে বাড়ি বানাতে চাইলেই তো আর হল না, সকলের মতের মিল হওয়া প্রয়োজন, সকলের চাহিদাগুলো যাতে পরিপূর্ন হয় সেদিকে ও লক্ষ্য রাখা প্রয়োজন।
তাই সব দিক রক্ষা করে কীভাবে তৈরি হবে যোশী পরিবারের বাড়ি সেই গল্পই শোনাবে ডিজনি প্লাস হটস্টারের আসন্ন ওয়েব সিরিজ ‘হোম শান্তি’।সিরিজটিতে উমেশ যোশীর চরিত্রে অভিনয় করেন মনোজ পাহওয়া এবং সরলা যোশীর চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক। এছাড়া ও এই সিরিজে রয়েছেন নবাগত চাকরি দিভেদি এবং পুজান ছাবরা।