26 C
Kolkata

Ibrahim-Kajol: ইব্রাহিমের ডেবিও ছবির নায়িকা কাজল?


নিজস্ব প্রতিবেদন: বলি পাড়ায় বর্তমানে চলছে স্টার কিডসদের অভিনয়ে পা রাখার পালা। এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন শাহরুখ খান পুত্র ইব্রাহিম। বাবার নায়িকা নায়িকা এবার ছেলেরও নায়িকা। শোনা যাচ্ছে ইব্রাহিমের ডেবিও ছবির লিড রোলে নাকি অভিনয় করছেন অভিনেত্রী কাজল।


বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল এবার নাকি অভিনয়ে পা রাখতে চলেছেন শাহরুখ খান পুত্র ইব্রাহিম। অবশেষে হাজির সেই শুভক্ষণ। পরিচালক প্রযোজক জোহরের প্রযোজনায় একটি ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন সইফ-পুত্র। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি ছবির নাম। আর ছবিরই নাকি প্রধান চরিত্রে দেখা যাবে কাজলকে। শাহরুখ পুত্রের ডেবি ফিল্মে আর কারা কারা অভিনয় করছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Featured article

%d bloggers like this: