35 C
Kolkata

Deerghoi paul: জলকেলিতে ব্যস্ত উষ্ণ দীর্ঘই


নিজস্ব প্রতিবেদন: তার ‘মোহ মায়া’-য় কুপোকাত আট থেকে আশি। ছোটপর্দা থেকে বড় পর্দা সর্বত্র অবাধ বিচরন তার। কারণ তিনি হলেন অভিনেত্রী দীর্ঘই পাল। এরই মাঝে জলের মাঝে উষ্ণতা ছড়ালেন দীর্ঘই।

ছোটপর্দা থেকে অভিনয় শুরু হলেও ইতিমধ্যেই ওয়েব সিরিজে নাম লিখিয়ে ফেলেছেন অভিনেত্রী। বর্তমানে একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করছেন দীর্ঘই। অভিনয় তো আছেই অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ অভিনেত্রী। মাঝেমাঝেই উষ্ণ ছবি ভিডিও পোস্ট করে পুরুষের বুকের ধুকপুকানি কয়েকগুন বাড়িয়ে দীর্ঘই। এরই মাঝে সম্প্রতি ফটোশুট সারেন দীর্ঘই।

আরও পড়ুন:  Pori Moni: খোলা আকাশের নিচে বেবি বাম্প নিয়ে হাজির পরীমনি

শুধু ফটোশুটই নয়, জলকেলিতে মত্ত হয়ে ওঠেন অভিনেত্রী। দীর্ঘইয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢু মারলেই দেখা যাচ্ছে সুইমিংপুলে জলের মাঝে কালো খোলামেলা পোশাকে পোজ দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন:  দেশের আইন সহজে বুঝতে সাহায্য করবে Tom and Jerry! মুহূর্তে ভাইরাল ছবি

Featured article