21 C
Kolkata

Tithi: লালে লালপরী মায়ের ঝিলিক

নিজস্ব প্রতিবেদন: নদীর স্রোতের মত বয়স বাড়ছে ছোট্ট ঝিলিকের। যদিও মায়ের ঝিলিক এখন আর ছোট নেই। স্টার জলসার মা ধারাবাহিকের ঝিলিক দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে তিথি অর্থাৎ ঝিলিক। আর এবার স্বল্প পোশাকে উপচে পড়ল তিথির যৌবন।

বর্তমানে শুধুই বড় নয়, সোশ্যাল নেটওয়ার্কে খোলামেলা ছবি পোস্ট করে আগুন ছড়াচ্ছে অভিনেত্রী তিথি বসু। ইনস্টাগ্রামে রোজই তিথি আপলোড করেন দুরন্ত ছবি৷ যা দেখে ঘুম উড়তে বাধ্য নেটিজেনদের। জনপ্রিয় ধারাবাহিক মা সিরিয়ালের ছোট্ট ঝিলিক একসময় প্রচুর পরিচিত হয়েছিলেন। দুর্দান্ত অভিনয় করে বাংলার ছোটপর্দার জগতে নজর কেড়েছিলেন ঝিলিক ওরফে তিথি বসু।

মায়ের মতো জনপ্রিয় সিরিয়াল শেষ হওয়ার পর তিথি মনোনিবেশ করেন তার পড়াশোনার দিকে মাঝে বাংলাদেশে টিভি কমার্শিয়াল ও হৈমন্তী নামের টেলিফিল্ম করলেও পড়াশোনার চাপে পুরোপুরি অভিনয় ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে তিনি আবারও অভিনয় জগতে আসার জন্য তৈরি হচ্ছেন এই কারণেই বেশকিছু ফটোশুট করিয়েছেন তিনি। এরই মাঝে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল তিথির কয়েকটি হট ছবি। যেখানে লাল পোশাকে খোলা চুলে উষ্ণতা ছড়িয়েছে অভিনেত্রী।

আরও পড়ুন:  Srabanti Chatterjee: কী কাণ্ড: শ্রাবন্তীর ডুপ্লিকেট?

Featured article

%d bloggers like this: