28 C
Kolkata

বিদেশি হয়েও ভারত কাঁপাচ্ছেন যেসব নায়িকারা

নিজস্ব সংবাদদাতাঃ ক্যাটরিনা কাইফ – ২০০৪ সালে ‘বুম’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। খুব কম সময়েই বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। কিন্তু ভারতীয় নন। তিনি ব্রিটিশ ভারতীয়। বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে ইতিমধ্যেই জুটি বেঁধে কাজ করে ফেলেছেন ক্যাটরিনা।

জ্যাকলিন ফার্নান্ডেজ – জ্যাকলিন একজন শ্রীলঙ্কান অভিনেত্রী। ২০১৬ সালে মিস শ্রীলঙ্কার সেরার সেরা মুকুট উঠেছিল তাঁর মাথায়। ২০০৯ সালে ‘আলাদীন’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন। কিন্তু সেই সময় পরিচিতি পাননি এই অভিনেত্রী। ২০১৬ সালে ‘ হাউসফুল৩’ ছবির হাত ধরে পরিচিতির শীর্ষে পৌঁছিলেন জ্যাকলিন।

আরও পড়ুন:  Sonakshi- Iqbal: ''ইকবাল শুধুই আমার খুব ভালো বন্ধু''! -তারপরেও দুজনের কেমিস্ট্রি নজর কাড়া

নার্গিস ফাখরী – নার্গিস একজন মার্কিন অভিনেত্রী। বলিউডে ডেবিউ করেছেন ২০১১ সালের সিনেমা ‘রকস্টারের’ হাত ধরে।

আরও পড়ুন:  Dhokha: কলকাতায় এসে ‘ধোকা’ দিলেন আর মাধবন

নোরা ফাতেহি – কানাডার বাসিন্দা ছিলেন নোরা। কিন্তু এখন খুব সাধারণ সিনেমায় হিট হয়ে যেতে পারে নোরার একটি ডান্স নম্বরের জন্য। এককথায় তিনি এখন বলিউডের সুপারষ্টার।

Featured article

%d bloggers like this: