22 C
Kolkata

Monami Ghosh: ৪০-য়েও উষ্ণ মনামী

নিজস্ব প্রতিবেদন : ৪০ বছর বয়সেও মনামীর উষ্ণতায় কাঁপছে টলিপাড়া। তার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। খোলামেলা পোশাক হোক বা শাড়ির আঁচলে মন আটকে যায় বহু পুরুষের। তাকে দেখিয়ে একটু বোঝার উপায় নেই যে তার বয়স চল্লিশের কোঠায় পা দিয়েছে।

মেধহীন টানটান শরীরে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী। সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ তিনি। সম্প্রতি লাল রঙের একটি গাউন পরে দেখা গেল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে। উন্মুক্ত তার উরু।

স্পষ্ট ও তার বক্ষ বিভাজিকা, আর তার সঙ্গে মুখের মিষ্টি হাসিতে চোখ ফেরানো দায় এই অভিনেত্রীর উপর থেকে। সেই আওয়ার্ড অনুষ্ঠানের বেশ অনেকগুলো ছবি শেয়ার করেছেন মনামী।

আরও পড়ুন:  TMC: ডিএ মঞ্চে তৃনমূলের হামলার অভিযোগ, আহত এক আন্দোলনকারী

তার সাথেই ক্যাপশন দিয়েছেন ”বিভিন্ন”। কিন্তু কেন এই ধরনের ক্যাপশন তা কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যায়নি। তবে ক্যাপশন যাই হোক তার রূপের মোহ যেন কাটতেই চাইছে না নেট নাগরিকদের।

Featured article

%d bloggers like this: