নিজস্ব প্রতিবেদন: ‘এজ জাস্ট- এ নাম্বার’ এই কথাটা বারবার প্রমাণ দিচ্ছে টলি পাড়ার এজলেস বিউটি মনামী ঘোষ। যত বয়স বাড়ছে ততই তার গ্ল্যামার ঝড়ে ঝড়ে পরছে। ছোট পর্দা থেকে বড় পর্দা অবাধ বিচরণ তার। আজও অভিনেত্রীর ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাতি কম নয়। তবে এবার নেটপাড়ায় বুক খোলা পোশাকে আগুন ছড়ালেন মনামী।

শাড়ি হোক বা শর্ট স্কার্ট, সবেতেই অসামান্য সুন্দরী মনামী ঘোষ। তার রূপের বহরে যেকোনও পোশাকই ক্লাসি এবং সফিস্টিকেটেড লুক পায়। মনামী কেবল অনস্ক্রিনেই নয় অফস্ক্রিনেও নিত্যদিন নানা ধরণের ছবি ভিডিও পোস্ট করে বিনোদনের জোগান দেন।





সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মনামীর নানান লুক। বর্তমানের ডান্স ডান্স এর মঞ্চে জাজ হিসেবে দেখা যাচ্ছে মনামীকে। তবে, শুটিং থেকে ফুরসত পেতেই ফটোশুট সারেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ভাইরাল রেড ওয়াইন মনামী। ভাইরাল ছবিতে লক্ষ্য করা যাচ্ছে অভিনেত্রীর পরনে একটি বুক চেরা লাল পোশাক। খোলা চুল ,হালকা মেকআপ,চোখে চশমা। বুক খোলা পোশাকের ফাঁক থেকে উঁকি দিচ্ছে মনামীর বক্ষ খাঁজের একাংশ। যা দেখতে রীতিমতো নেট পাড়ায় লাইন দিয়েছে মনামী অনুরাগীরা।