নাসা : বিগ ব্যাং এর সময়ের গ্যালাক্সি খুঁজে পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। ১৩০০ বছর আগের কথা। এক অকল্পনীয় বিস্ফোরণের পরেই সৃষ্টি হয়েছে বিশ্ব-ব্রহ্মাণ্ডের। তারপরেই নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি।বিশ্ব-ব্রহ্মাণ্ডের ওই বিস্ফোরণের পরেই যে নক্ষত্রপুঞ্জ তৈরী হয়েছিল সেটির নাকি হদিশ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। সেই ১৩০০ কোটি বছর আগেরকার গ্যালাক্সির ছবি তুলেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
২০২১ সালের ডিসেম্বর ২৫ তারিখে আরিয়ান ৫ রকেটে চেপে মহাশূন্যের দিকে যাত্রা করেছিল এই দূরবীন।এখন মহাশূন্যে একে একে পাপড়ি মেলছে এই মহাকাশ-দূরবীন। এবং পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে তার গন্তব্য।আর সেখান থেকেই ধরা পড়েছে নক্ষত্রপুঞ্জকে ঘিরে বিশাল জ্যোতি বলয়








