34 C
Kolkata

Priyanka Bhattachejee: ব্ল্যাক বিউটি প্রিয়াঙ্কা


নিজস্ব প্রতিবেদন: টলিপাড়ার অন্যতম মিষ্টি চার্মিং অভিনেত্রীদের মধ্যে একজন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ইতিমধ্যেই টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী। তবে, অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ফিয়েস্তাও সে।

ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিয়োতে সর্বত্রই অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। কিছুদিন আগেই আগেই জাতীয় স্তরে ‘গুড়িয়া রানি’ মিউজিক ভিডিয়োতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
হিন্দি ছবিতেও ডেবিউ করছেন প্রিয়াঙ্কা।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ প্রিয়াঙ্কা। মাঝেমধ্যেই নানান ফ্যাশন ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। আর এরই মাঝে কালো শাড়িতে ব্ল্যাক ক্যাট হয়ে হাজির প্রিয়াঙ্কা। সম্প্রতি অভিনেত্রী তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে লক্ষ্য করা কালো শাড়ি সেখানে একাধিক জনপ্রিয় ফিগারের মুখ। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে বেলা যাও।

আরও পড়ুন:  Pratham Barer Pratham Dekha: আর্যর সাথে 'প্রথমবারের প্রথম দেখা' অবশেষে হলো বৃদ্ধি ঋত্বিকার

Featured article

আরও পড়ুন:  Hazra: টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের তোলা হল প্রিজম ভ্যানে, উতপ্ত হাজরা মোড়