25 C
Kolkata

Sayantani Guhathakurta: শাড়িতে অনন্য সায়ন্তনী


নিজস্ব প্রতিবেদন: যত সময় বাড়ছে ততই আরও গ্ল্যামারেস হয়ে উঠছে অভিনেত্রী তথা প্রযোজক সায়ন্তনী গুহঠাকুরতা। অভিনয় থেকে সুযোগ পেতেই ফ্যাশনেবল ফোটো শুট সারেন অভিনেত্রী। এথনিক লুক হোক বা ওয়েস্ট্রান ওয়ার সবেতেই মানানসই সায়ন্তনী।

বর্তমানে সায়ন্তনী এই নামটা মানেই সকলের মুখের মিষ্টি হাসি। এরই মাঝে অভিনেত্রীর ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেল কাঁপছে অভিনেত্রীর উষ্ণ লুকে। শাড়িতেই অনন্য সে।

হালকা আকাশী বডি হাকিং শাড়িতে চোখ ফেরানো দায় সায়ন্তনীর দিক থেকে। জমকালো গয়নায় উষ্ণতার আবেদন অভিনেত্রীর। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘ কিসমিস’ সিনেমার অবশেষে ভালোবেসে চলে যাবো ‘।

Featured article

%d bloggers like this: