22 C
Kolkata

Shraddha Arya Recreate Shanti Priya Look: ‘শান্তি প্রিয়া’ এবার শ্রদ্ধা !

নিজস্ব প্রতিবেদন :”কুণ্ডলী ভাগ্য” খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা আর্যা। নিজের লুক নিয়ে সব সময়ই সতর্ক থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। প্রায়ই নানা রকম ছবি পোস্ট করে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী। এবার বলিউডের এক অতি পরিচিত চরিত্রের সাজে ধরা দিলেন শ্রদ্ধা।

তাঁকে দেখে ওম শান্তি ওম ছবির চরিত্র শান্তি প্রিয়াকে আরও একবার মনে পরে যায়। দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছিল এই চরিত্রে। সেই সাজেই দেখা গেল শ্রদ্ধাকে।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ওম শান্তি ওম। বলিউডে সেটিই ছিল দীপিকার প্রথম ছবি। সেই ছবিরই একটি লুক রিক্রিয়েট করেছেন ছোটপর্দার এই অভিনেত্রী। গোলাপি রঙের শর্ট কুর্তির সঙ্গে ম্যাচিং স্কার্ট ও ওড়না। একই স্টাইলে বাঁধা চুল ও সেই রকম গয়না।

আরও পড়ুন:  Akanksha Dubey: হোটেলের ঘরে উদ্ধার ভোজপুরী অভিনেত্রীর ঝুলন্ত দেহ

শান্তি প্রিয়ার বেশে শ্রদ্ধাকে দেখে মুগ্ধ নেটিজেন। নিঃসন্দেহে অভিনেত্রীকে উজ্জ্বল লাগছে। ছবিগুলি নিজেই শেয়ার করেছেন শ্রদ্ধা। তার সাথেই ক্যাপশনে লিখেছেন-” আন্দাজ করতে পারছেন এই সাজটি কোন চরিত্রের ?”

Featured article

%d bloggers like this: