21 C
Kolkata

Subhashree Ganguly: লাজে রাঙা রাজঘরণী

নিজস্ব প্রতিবেদন: টলিউডের অন্যতম হ্যাপি কাপেল রাজ-শুভশ্রী। সংসার সামলানোর পাশাপাশি কঠোর হাতে অভিনয়টাও করে সে। অভিনয়ের পাশাপাশি উৎসবের জোয়ারে মেতে উঠতেও ভুল হয় না শুভশ্রীর।

কালীপুজো শেষ হতেই শহর মেতেছিল ভাইফোঁটায়। এই বিশেষ দিনে ভাইয়ের কপালে ফোটা দেয় বোনেরা। নিজের দাদা হিসেবে ভালোবাসে জিৎ গাঙ্গুলিকে শুভশ্রী।

প্রতিবছরই ভাইফোঁটার দিন শুভশ্রী বাড়িতে আসে জিৎ। এই বছরও তার ব্যতিক্রম নয়। লাল পোশাকে লক্ষ্মী মন্ত রূপ নিয়ে কপালে ফোঁটা ছুয়ে দিলেন রাজ ঘরণী শুভশ্রী।

Featured article

%d bloggers like this: