22 C
Kolkata

বহুদিনের প্রতীক্ষিত ইচ্ছেপূরণ হল ইমনের, জানেন কি সেই ইচ্ছে!

নিজস্ব সংবাদদাতা: ইমন চক্রবর্তী নামটা মানেই প্রথমেই মাথায় আসে গানের কথা। ইমনের সঙ্গে গান ওতপ্রোতভাবে জড়িত। আর ঠিক সেই রকম ভাবেই ইমনের সঙ্গে জড়িত রবীন্দ্রনাথ ঠাকুর। বহু প্রতিক্ষার শেষে পূরণ হলো ইমনের এক ইচ্ছে। অবশেষে প্রকাশ্যে ‘ও আমার দেশের মাটি’।

‘প্রাক্তন’ সিনেমার ‘তুমি যাকে ভালোবাসো’ এই গানের হাত ধরেই শীর্ষে পৌঁছেছিলেন ইমন চক্রবর্তী। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি গায়িকাকে। একের পর এক ছবিতে গান গেয়ে বর্তমানে জনপ্রিয়তার মুকুট অর্জন করে নিয়েছেন ইমন। তবে, ইমনের বরাবরই পছন্দের রবীন্দ্রনাথ।

বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে শোনা যায় ইমনকে। জাতীয় পুরস্কার জয়ী এই শিল্পী রবীন্দ্রনাথের গান বহুবার গাইলেও তা রেকর্ড করা হতো না। অবশেষে মিটলো সেই আশা। ইমন রেকর্ড করলেন রবীন্দ্রনাথের গান। আগামী ১৫ অগস্ট উপলক্ষ্যে ‘আমার দেশের মাটি’ শুক্রবার মুক্তি পেল ইউটিউবে। সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিও পোস্ট করে ইমন লেখেন, ‘গানটি প্রকাশিত হয়েছে। এখন আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসা চাই’।

আরও পড়ুন:  Saayoni on Aindrila: ঐন্দ্রিলার মৃত্যু নাড়া দিল সায়নীর অতীতে

Featured article

%d bloggers like this: