নিজস্ব প্রতিবেদন: তার গানের কন্ঠে মনে প্রেমের সঞ্চার ঘটে বহু মানুষের মনে।আবার ভাঙা প্রেমও নতুন করে ভাষা পায়। কারণ তিনিই যে প্রাক্তন,তিনিই যে ইমন।

টলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। কিন্তু সেই ইমনের হঠাৎই কি হল? রাতের কলকাতার ফাঁকা রাস্তায় নিয়ন আলোয় মাখামাখি করছেন সে। শুধু তাই না। সেই রাস্তাতেই গানের তালে নাচের ছন্দে মেতে উঠেছেন এক যুবক।



আসলে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন ইমন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিলোত্তমার হলুদ আলোর সঙ্গে, ‘তুমি যাকে ভালবাসো স্নানের ঘরে বাস্পে ভাসো’ এই গানে নাচ করছে এক যুবক। সেই ভিডিও পোস্ট করে ইমন চক্রবর্তী লেখেন, ‘আমার গানের সঙ্গে এই ধরনের পারফরমেন্স দেখে ভাষা হারিয়ে ফেলছি। তাইজান রোহন এই ভিডিওটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যিই তোমার এই প্রয়াসের প্রশংসা করছি’।