24 C
Kolkata

Suresh Jindal: না ফেরার দেশে বিখ্যাত পরিচালক প্রযোজক


নিজস্ব প্রতিবেদন: ফের বলিউডে শোকের ছায়া। প্রয়াত বিখ্যাত পরিচালক প্রযোজক সুরেশ জিন্দল।

বহুদিন ধরেই অসুস্থ হয়ে দিল্লির এক হাসপাতালে চিকিৎসা চলছিল সুরেশ জিন্দলের। যদিও শেষ রক্ষা হয় না। শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ায় বৃহস্পতিবার গভীর রাতে না ফেরার দেশে পাড়ি দেন পরিচালক।

রজনীগন্ধা,কথা সহ শতরঞ্জ কে খিলাড়ির মতো ছবির প্রযোজকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। প্রযোজক সুরেশ জিন্দলের শুক্রবার রাত দুটো নাগাদ দিল্লির লোদি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন:  Sohorer Ushnotomo Dine:' শহরের উষ্ণতম দিনে'- ই কী দেখা হবে বিক্রম, শোলাঙ্কি,রাহুলের?

Featured article

%d bloggers like this: