নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন ইশা ইন্দ্রনীল প্রেম করছেন। তরুলতার ভূত সিনেমাটির শুট থেকে ঘনিষ্ঠতা বেড়েছিল এই দুই তারকার মধ্যে। ফ্রি বরখার সঙ্গে দূরত্ব বেড়েছিল ইন্দ্রনীদের। ২০০৮ সালে বিয়ে করেন তারা, ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটলেও এর আগে কখনো কারো সঙ্গে সম্পর্কে জানার কথা শোনা যায়নি ইন্দ্রনীল এর নামে।

তবে এই গুঞ্জন যেন দিনে দিনে বাড়তে শুরু করেছে। সম্প্রতি ফেলুদার শুটিংয়ে নাকি আলাপ গভীর থেকে গভীরতর হয়েছে বলেই জানা যাচ্ছে। নিয়মিত নাকি ভিডিও কলের মাধ্যমে প্রেম আলাপ চলতো দুজনের। যদিও এই গুঞ্জন এর ব্যাপারে এবার মুখ খুললেন স্বয়ং অভিনেতা।

তিনি বলেন, “কার সঙ্গে সম্পর্কে থাকব কার সঙ্গে চ্যাট করব তা আমার একান্তই নিজের ব্যাপার। আমি এই বিষয়ে কোন রকম ভাবে কোন উত্তর দিতে বাধ্য নই।” বরখা এবং ইন্দ্রনীলের মেয়ে মীরা। সে কিন্তু মা-বাবা দুজনের সঙ্গেই মারাত্মকভাবে যুক্ত। দুজনের সঙ্গেই সময় কাটায় সে।