24 C
Kolkata

Isha Saha: ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চান ইশা

নিজস্ব প্রতিবেদন: বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। ওয়েব সিরিজ হোক বা সিনেমা সব জায়গাতে ইশার রমরমা। এবার, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন নতুন মিথ্যে প্রেমের গান ছবিতে। আর মাত্র কয়েক দিনে অপেক্ষা তারপরেই ভ্যালেন্টাইন্স ডেয়র ঠিক আগে ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবিটি। অনির্বাণ ভট্টাচার্য এবং গৌরব চক্রবর্তী সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। সম্প্রতি সেই সিনেমাটির একটি সংলাপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে বলতে যে -” তোমার আর কিচ্ছু ফিল হয়না, শুধু ভয় ফিল হয়। ”

এই সংলাপ প্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রী নিজে জীবনে কতটা ভয় পায়! তার উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন-“জীবনটা ভীষণ বেশি পাবলিক হয়ে গিয়েছে। আমি জানি না কতদিন নিজেকে আটকে রাখতে পারব। আমি ব্যক্তিগত জীবন নিয়ে অতটা খোলামেলা নই।” এখানেই শেষ নয়, এর সঙ্গে যোগ করে অভিনেত্রী বলেন-” আমার মনে হয় কিছু অনুভূতি ব্যক্তিগত থাকা ভালো। সেটা দরকার। আর সেই ব্যক্তিগত স্পেসে আমিই থাকব।

আরও পড়ুন:  Radhika Apte Age, Height, Husband, Biography: জেনে নিন সুন্দরী অভিনেত্রী রাধিকা আপ্তের আসল বয়স

কিন্তু দুঃখের বিষয় যত দিন যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অতিরিক্ত মেলে ধরছি। আর যেভাবে মেলে ধরছি তাতে আমার সত্যি খুব ভয় করে যে সোশ্যাল মিডিয়া আমার ঘরে না ঢুকে পড়ে।”এর সঙ্গে অভিনেত্রী এও জানিয়েছেন যে, সোশ্যাল মিডিয়ার ওপর প্রত্যেকটি ছবি প্রচারণ নির্ভর করে থাকে সেই জন্য শুধুমাত্র ছবির কাজের জন্যই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন অভিনেত্রী। এছাড়া নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। অভিনেত্রী এও বলেন যে প্রত্যেকটা জিনিসের কোথাও যেন গিয়ে একটা সীমারেখা থাকা দরকার।

Featured article

%d bloggers like this: