28 C
Kolkata

Ishaan Khattar: আমির,হৃত্বিকের জুতোয় পা গলালেন ঈশান!

নিজস্ব প্রতিবেদন : আকাশ, সমীর এবং সিড এই তিনজনের বন্ধুত্ব কাদের না মনে কাছে ! বন্ধুত্ব কেমন হওয়া দরকার তারই যেন প্রতিচ্ছবি দেখেছিল দর্শক ‘দিল চাহাতা হ্যা’-এর হাত ধরে। তার পরে সেই জুতোয় পা গলিয়েছিলেন হৃত্তিক, ফারহান এবং অভয়। বন্ধুত্ব মানেই যে সীমাহীন আনন্দ তা দর্শক বুঝেছিল ‘জিন্দেগি না মিলেগা ডোবার’ দেখার পর।

তারপর থেকে বলিউড দেখেছে এমন বেশ কয়েকটি সিনেমা যা গল্প বলে নিখাঁদ বন্ধুত্বের। এবার সেই জুতোয় পা গলাতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট। ‘রোড ট্রিপ’ এর উপর ভিত্তি করে আসছে ফের নতুন সিনেমা। মেয়েদের রোড ট্রিপের গল্প উঠে আসবে সেই ছবিতে।

আরও পড়ুন:  Jonh-Srijila: পুজোয় আসছে নতুন গান

আরও তিন বন্ধুর গল্প বলতে আসছেন পরিচালক ফারহান আখতার। ছবির নাম ‘জি লে জারা’। আর সেই ট্রিপেই প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, এবং আলিয়ার সঙ্গে দেখা যাবে ঈশান খট্টর-কেও। তবে এবারে কার সঙ্গে তিনি জুটি বাঁধবেন সেই বিষয় মুখ খোলেননি কেউই। সুতরাং এবার অপেক্ষার পালা।

আরও পড়ুন:  Madan Mitra: রাত জেগে মদন মিত্রের ঢাকের তালে কোমর দোলালেন শ্রাবন্তী

Featured article

%d bloggers like this: