22 C
Kolkata

jaan kumar: এই প্রথম শহরবাসীকে পুজোর উপহার কুমার শানু পুত্রের

নিজস্ব প্রতিবেদন: তিলোত্তমা বর্তমানে পুজো মুডে। কারণ সারাবছর প্রতীক্ষা শেষে মা এসেছে ঘরে। দুর্গাপুজো মানেই নিত্য নতুন উপহার। এবার পুজোয় এই প্রথমবার শহরবাসীকে পুজোর উপহার কুমার শানু পুত্র জান কুমার শানুর।

জয়েশ ভট্টাচার্য, যদিও তাঁকে জয়েশ নামে কেউ চেনে না। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত জান কুমার শানু নামে। কারণ তিনিই হলেন কুমার শানুর ছেলে জান। বিগ বস ১৪ – এ অংশগ্রহণ করার পর থেকে আরও জনপ্রিয় জান।

কেদারনাথ ভট্টাচার্য নব্বইয়ের দশকে বলিউডে বিখ্যাত হন কুমার শানু নামে। বাবা বিখ্যাত গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হলেও জান সেভাবে পরিচিতি পান নি এখনও। তবে, গানের দুনিয়ায় ধীরে ধীরে পরিচিতি লাভ করছেন কুমার শানু পুত্র। আর এই প্রথম পুজোয় মুক্তি পেল কুমার শানু পুত্র জান কুমার শানুর নতুন গান ‘ ভালোবাসার সুরে ঠিকানা’। এই প্রথম দুর্গাপুজোয় তার নিজের গানের জন্যই কলকাতায় থাকছে জান। জানে নতুন গান জুড়ে রয়েছে রেট্রো ফিল।

আরও পড়ুন:  Nora Fatehi: সর্বনাশ!পারিশ্রমিক নিয়ে ধোঁকা নোরার

Featured article

%d bloggers like this: